Friday, May 3, 2024

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম রাহাত হোসেন ফারুক: “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে (৮ সেপ্টেম্বর) শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার ফারুক হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা রিপোটাস ক্লাবের সভাপতি সনজিত কুমার দাস, বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চাদ সুলতানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার প্রসার ও মানউন্নয়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।
বাংলাদেশের বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের মেধার যে সাক্ষর রেখে চলেছে তা বর্তমান সরকারের বিজ্ঞান ভিত্তিক ও আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ফল উল্লেখ করে অতিথিবৃন্দ বর্তমান সরকারের নীতি নির্ধারনী মহলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও তারা দেশের নিরক্ষর বয়স্ক লোকদের কে সাক্ষর জ্ঞান সম্পন্ন করতে বয়স্ক শিক্ষা প্রবর্তনের মাধ্যমে সচেতন মহলকে এগিয়ে আসার আহবান জানান।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here