Thursday, November 28, 2024

আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা

মোঃ ইমদাদুল হক রানা: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আয়োজনে উপজেলা প্রশাসন ও নবাবপুর ইউনিয়ন পরিশদ নবাবপুর ইউনিয়নের ইন্দুরদীতে নির্মিত মুজিব শতবর্ষের শেখ হাসিনার উপহার ভূমিহীনদের ঘর পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকালে জেলার বালিয়াকান্দি আয়োজনে উপজেলা প্রশাসন ও নবাবপুর ইউনিয়ন পরিষদ উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি নাই ঘর নাই ভূমিহীনদের মাঝে দুই শতাংশ জমিসহ ঘর প্রাপ্ত উপকারভোগীদের সাথে মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে ও এম, এ কুদ্দুসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন, রাজবাড়ী ২ জাতীয় সংসদ সদস‍্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদশা আলমগীর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, ওয়ার্ড সদস‍্য কামরুল ইসলাম, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ ড়ঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তাগণ বলেন, শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী সদস‍্যরা এই উপহার পেয়ে যেন সুখে থাকেন। সবাই সংসার পরিবার নিয়ে যেন শান্তিতে থাকতে পারে সেটা আমরা করবো।

পরে ২৪ জন উপকারভোগীর মাঝে একটি করে আম গাছের চারা তুলে দেন সংসদ সদস‍্য এবং একটি গাছ রোপন করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here