Monday, December 23, 2024

ইয়াবাসহ-১ জন গ্রেফতার- অন্যজন পালাতক

  • রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে মোঃ রাজ্জাক মোল্লা(৩১)কে ইয়াবা সহ গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় অন্য আরেকজন সুকৌশলে পালিয়ে যায়।

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ২৬শে মার্চ( শনিবার) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম রাজবাড়ী সদর থানাধীন বসন্তপুর ইউপির বাজিতপুর গ্রামস্থ (১) নং আসামীর উত্তর দুয়ারী টিনের চার চালা শয়ন ঘর থেকে (২) নং আসামী মোঃ রাজ্জাক মোল্লা(৩১), পিতাঃ মোঃ দায়েন মোল্লা, গ্রামঃ বড় মাধবপুর, ইউপিঃ কৃষ্ণ নগর, থানাঃ কোতোয়ালি, জেলাঃ ফরিদপুর কে ৭৫০( সাতশত পঞ্চাশ ) পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। (১) নং আসামী মুক্তার মৃধা(৫২), পিতাঃ আজাহার মৃধা, গ্রামঃ বাজিতপুর, ইউপিঃ বসন্তপুর, থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী সুকৌশলে পালিয়ে যায়।

আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here