Tuesday, February 25, 2025

ওসির প্রচেষ্টায় দুই ঘন্টার মধ্যে নিখোজ শিশু উদ্ধার

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে এক শিশু হারিয়ে যায়। থানায় জিডি করার ২ ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

জানাগেছে, উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের শরীফ শেখের ছেলে মান্নান শেখ (১০) হারানোর বিষয়ে ২৪ অক্টোবর রাত সাড়ে ৯ টায় বালিয়াকান্দি থানায় জিডি নং-১০০৭/২১, দায়ের করেন নিখোজের পিতা। তার কান্নাকাটি দেখে তাৎক্ষণিক বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান দ্রুত এস,আই মাজারুল ইসলাম কে বিষয়টি তদন্ত করতে ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তার প্রেক্ষিতে মাত্র দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয় ওই শিশুটিকে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, থানায় এসে জিডি করার সময় কান্নাকাটি করে, দ্রুত পদক্ষেপ নেওয়ায় মাত্র ২ ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here