Wednesday, January 22, 2025

কালুখালিতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

রাজবাড়ী জার্নাল ডেস্ক: রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কাওয়াখালী সরদার পাড়ার বিলের ধান ক্ষেত থেকে ২৮ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে লাশটি ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে কালুখালী থানা পুলিশ।

স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কাওয়াখালী সরদারপাড়ার সামরাবিলে রোস্তম নামে এক বৃদ্ধা ধান ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসীকে লাশ পড়ে থাকার খবর দেয়। স্থানীয় লোকজন ৯৯৯ এ কল করলে কালুখালী থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালুখালী থানার ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় সনাক্ত করতে পুলিশ কাজ করছে।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here