Thursday, November 21, 2024

 কালুখালিতে শিয়ালের ফাদে মেছো বাঘ

রাজবাড়ীর কালুখালি উপজেলার এক  পোল্ট্রি মুরগীর খামারে শিয়াল ধরার ফাঁদে ধরা পরেছে বিরল প্রজাতির মেছো বাঘ। বাঘটি কালুখালি থানা হেফাজতে আনা হলে পরবর্তীতে বিকেলে বনবিভাগ এর পাংশা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম উন্মুক্ত বনে মেছো বাঘ টি অবমুক্ত করেন ।

জানাগেছে, রাজবাড়ী কালুখালি উপজেলার মাঝবাডী ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামের সোহাগ নামে এক পোল্ট্রি মুরগী খামারী শিয়ালের অত্যাচারে খামারটিতে একটি ফাঁদ আগেথেকেই পেতে রাখতেন।শেয়াল ধরার ফাঁদে বিরল প্রজাতির মেছো বাঘটি সকালে দেখতে পায় খামারি সোহাগ। পরে মেছো বাঘটি দেখতে এলাকার মানুষ ভিড় জমায়। পরে খবর পেয়ে কালুখালি থানার এস আই আশিকুজ্জামান মেছো বাঘটি থানায় নিয়ে আসেন।

কালুখালি থানার ওসি নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৮টা৪০ মিনিটে খবর পেয়ে মেছো বাঘটি থানায় আনা হয়েছে বনবিভাগের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে তারা এলে মেছো বাঘটি তাদের কাছে হস্তান্তর করা হবে।

পাংশা বন বিভাগের উপজেলা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান, বিকেলে আমরা কালুখালি থানা থেকে মেছো বাঘ টি নিয়ে অদুরে একটি জঙ্গলে উন্মুক্ত করে দেই।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here