Saturday, December 21, 2024

কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আশিক হাসান সীমান্ত কালুখালী রাজবাড়ী :  রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শুরুতে নবাগত কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ এর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মরত সাংবাদিকগন। পরে তারা একে একে নিজেদের পরিচয় দেন।

মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বলেন, কালুখালীর মানুষের সুখ দু:খ,সমস্যা সম্ভাবনাসহ অনেক বিষয় এখানে কর্মরত সাংবাদিকগন অবগত। উপজেলার মানুষের সমস্যা সম্ভাবনাসহ সকল বিষয় জানার জন্য তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

মতবিনিময় সভায় শহিদুল ইসলাম ( দৈনিক আমাদের রাজবাড়ী), ইমরান খান (জিটিভি),সাহিদা পারভীন (দৈনিক ভোরের কাগজ/ দৈনিক একুশের কথা),ইমদাদুল হক রানা (দৈনিক ভোরের আলো), আদম আলী ( দৈনিক বিজয় বাংলাদেশ ) আব্দুর রাজ্জাক ( দৈনিক অধিকরন) আশিক হাসান সীমান্ত ( দৈনিক জনতার আদালত/ দৈনিক রাজবাড়ী সময়) লালন শেখ ( আজকের আলো), জুয়েল সরদার (দৈনিক সোনালী খবর) ও হামজা শেখ(দৈনিক কালবেলা ) উপস্থিত ছিলেন ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here