Monday, December 23, 2024

কাল চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের চার সদস্যের প্রতিনিধিদল

অনলাইন ডেস্কঃ  চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দক্ষিণ এশিয়ার একটি কনফারেন্সে যোগ দিতে চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের চার সদস্যের প্রতিনিধিদল। আগামীকাল বুধবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিকেল ৩টায় চীনের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

পাঁচ দিনের সফর শেষে আগামী ১৪ নভেম্বর আওয়ামী লীগের প্রতিনিধিদলটি ঢাকায় ফিরবে বলে জানা গেছে। সফরকারী দলের অন্য তিন সদস্য হলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ, তরুণ কান্তি দাস ও সুমন কুন্ডু।

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ বলেন, শুধু কনফারেন্সে যোগ দেওয়ার উদ্দেশ্যেই এই সফর। চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে, সেটি সৌজন্যমূলক। এমন বৈঠক হওয়া স্বাভাবিক। তবে কোনো ইস্যু ঠিক করা নেই।

এর আগে গত ২২ মে ফারুক খানের নেতৃত্বে আওয়ামী লীগের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে যায়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here