Thursday, December 26, 2024

” ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসন সংক্রান্ত যৌথসভা অনুষ্ঠিত

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ:  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার “ক”শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা সংক্রান্ত যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় সভায় অংশগ্রহণ কারীদের নানা প্রশ্ন ও পরামর্শ নিয়ে উন্মুক্ত আলোচনা করেন প্রধান অতিথি। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এর সভাপতিত্বে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশন (ভূমি) মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ, জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুব লীগের সভাপতি মো. ইউনুস আলী মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাঈদ মন্ডল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বজলুর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানাযায় গোয়ালন্দ উপজেলায় ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার সংখ্যা ছিল ৬৯৫টি। এর মধ্যে ১ম ধাপ থেকে ৪র্থ ধাপ পর্যন্ত ৬৯৫টি পরিবারকেই পুনর্বাসন করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here