Wednesday, May 8, 2024

শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

ঢাকা : দেশের শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। আগামী ২২ জুলাই রোববার থেকে যথারীতি শ্রেণি কক্ষে পাঠদান চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় তিনি এ কথা জানান।

এদিকে প্রাথমিক বিদ্যালয়েও এবার গ্রীষ্মকালীন ছুটি থাকছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ ঘূর্ণিঝড় মোখা, বন্যা ও তীব্র দাবদাহের কারণে ইতোমধ্যে একাধিকবার বন্ধ ছিলো। এতে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে সেটা দূর করতে নিরবিচ্ছিন্ন পাঠদান প্রয়োজন। তাই এই মুহূর্তে স্কুল বন্ধ রাখার কোন পরিকল্পনা নেই।

 

সূত্রঃ ১৯ জুলাই, ২০২৩ (বাসস)

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here