Sunday, December 22, 2024

গোয়ালন্দে হেরোইনসহ শিমুল গ্রেফতার

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ: সরকার মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করছে তারি ধারাবাহিকতায় রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশেষ অভিযান চালিয়ে হেরোইন সহ শিমুল চৌধুরী(২৮)কে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃত শিমুল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার মৃত খলিল চৌধুরীর ছেলে।

মঙ্গলবার ১৩ জুন বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা’র অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুদার

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের বিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ও ফোর্সসহ মাদকের উপর অভিযান পরিচালনা করে উত্তর দৌলতদিয়া পোড়া ভিটা আলমগী ও মাদক ব্যবসায়ী সাথীর বাড়ীর সামনে ইটের রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী শিমুলকে আটক করে সবার সামনে তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করছে। উক্ত মাদক কারবারি দীর্ঘ দিন যাবৎ উপজেলা বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মাদক ব্যবসা করে আসছিলো। তার বিরুদ্ধে আগের একটি মাদক মামলা রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানা’ র ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুদার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মাদক কারবারিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here