Sunday, December 22, 2024

গোয়ালন্দের রাজকুমার, কালা পাহাড় ও ধলা পাহাড় পশুর হাটের অপেক্ষায়

এবার কোরবানির ঈদের হাট মাতাতে প্রস্তুত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মৃধাডাঙ্গা এলাকার শিপন মৃধার কালা পাহাড়, ধলা পাহাড় ও
রাজকুমার নামের বিশাল আকৃতির ৩টি গরু। এগুলো আকারে যেমন বড়, দেখতেও নজরকাড়া ও শান্তশিষ্ট। অনেকটা শখের বসেই ২ বছর আগে গরু ৩টি কিনে কোরবানির ঈদে বিক্রি করবেন বলে নিজ
বাড়িতেই লালন পালন করে বড় করেছেন। পালিত কালো ও সাদা রঙের মিশ্রণে ২২ মণ ওজনের সবচেয়ে বড় গরুটির
নাম রাজকুমার, একবারে কালো রঙের ২১ মণ ওজনের গরুটির নাম কালো পাহাড় এবং সাদা রঙের ২০মণ ওজনের গরুটির নাম রাখা হয়েছে ধলা পাহাড়। শিপন মৃধা দৈনিক ইনকিলাব কে বলেন, একেবারে ঘরোয়া উপায়ে উপজেলা প্রাণীসম্পদ অফিসের পরামর্শ মেনে কোনো ক্ষতিকর ওষুধ ছাড়াই শুধু দেশীয় দানাদার খাবার, সবুজ ঘাস ও খর খাইয়ে নিজ হাতে লালন পালন করেছি। ভেবেছিলাম ভাল দামে গরু গুলো বিক্রি করতে পারব। কিন্তু করোনা সব কিছুই উলোট-পালট করে দিল। জানিনা কি হয়। তবে বাজারের পরিস্থিতি অনুযায়ী দাম নির্ধারণ করে কাস্টমারের সাথে আলোচনা সাপেক্ষে গরুগুলো বিক্রি করার আশায় আছি। গোয়ালন্দ উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম তালুকদার বলেন, আমাদের পরামর্শ অনুযায়ী শিপন মৃধা দেশীয় খাবার খাইয়ে ষাঁড়গুলোকে লালন-পালন করেছেন। আমরা শিপনের গরুগুলোকে নিয়মিত দেখা শোনা করি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here