Wednesday, January 22, 2025

গোয়ালন্দে  ট্রাকের চাপায় অটো রিকশা চালক নিহত ও আহত ১

মোজাম্মেলহক, গোয়ালন্দ( রাজবাড়ী):  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা খুলনা মহাসড়কে ট্রাকের চাপায় ব্যাটারি চালিত অটো রিকশা চালক নিহত ও রিকশায় থাকা  একজন যাত্রী আহত।

শনিবার( ৯ এপ্রিল) সকাল ৯.৩০ মিনিটের সময়  দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সমনে মহাসড়কে এই ঘটনাটি ঘটে।

নিহত অটো রিকশা চালক রজব বেপারী(৪০) সে গোয়ালন্দ উজান চর ইউনিয়নের মাখন রায়ের পাড়ার মঙ্গর বেপারীর ছেলে।

আহত যাত্রীর নাম মো. উচমান মন্ডল(৩০) সে গোয়ালন্দ পৌর ১ নং ওয়ার্ডের মো. শাজাহান মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, গোয়ালন্দ থেকে আসা  ব্যাটারি চালিত অটো রিকশাটি দৌলতদিয়া দিকে যাচ্ছিল ওপর দিক থেকে আসা ট্রাকটি যার নাম্বার  কুষ্টিয়া ট- ১১-২২৫৩ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলো অটো রিকশা টি ট্রাকের নিচে চলে গেলে ঘটনা স্থানে মৃত্যু  হয় অটো চালকের আর অটো রিকশা  থাকা এক  যাত্রী গুরুতরে আহত হয়। গোয়ালন্দ ফায়ার সার্ভিসে কর্মকর্তারা তাকে আহত অবস্থায়  উদ্বার করে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here