Thursday, January 23, 2025

গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ দু জন আটক

  • গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
    বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) এক এজহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃতরা হলো, উপজেলার উত্তর দৌলতদিয়া গফুর মেম্বার পাড়ার মো. মিলন শেখের ছেলে মো.ফিরোজ শেখ (২৩) ও হোসেন মন্ডল পাড়ার মো. জুড়ান সরদারের ছেলে সাগর সরদার (১৯), এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮/৯ জন পালিয়ে যায়। এবং আটকৃতদের কাছ থেকে একটি রামদা ও তিনটি ধারালো ছুরি রশি ও প্লাটিকের একটি বস্তা উদ্ধার করে পুলিশ।
এজাহার সূত্রে জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে গোয়ালন্দ ঘাট এলাকায় ডিউটিরত থাকা অবস্থায় এস.আই (নিঃ) মাছরুল আলম জানতে পারেন একদল ডাকাত কেকেএস সেফ হোম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন।
বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়ে সঙ্গীয় অফিসার ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮/৯ জন পালিয়ে গেলেও মহাসড়কের পাশে অবস্থিত এক বাগান থেকে দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির বলেন, গোয়ালন্দ উপজেলাকে নিরাপদ রাখতে সকল প্রকার সন্ত্রাসী কর্মকান্ড ও অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here