Thursday, December 26, 2024

গোয়ালন্দে নদী ভাঙ্গন পরির্দশন করলেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম

  • রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাটের নদী ভাঙ্গনপরির্দশন করেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

‌সোমবার ( ৯ আগস্ট) রাত ৮ টার সময় দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাটে পদ্মা নদীর ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শ‌ন করেন।
নদী শাসনের কা‌জের গুনগত মান ঠিক রে‌খে স্থায়ী ভাবে নদী শাসনের কাজ করা হবে। সেই ল‌ক্ষে কাজ কর‌ছেন পা‌নি উন্নয়ন বোর্ড বা ঠিকাদারী প্র‌তিষ্ঠা‌ন। সে কাজে কা‌রও গা‌ফেলতি থাক‌লে বিভাগীয় ব্যবস্থা নে‌য়া হ‌বে। এবং আগামী বর্ষার আগেই স্থায়ী প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এ সময় উপস্থিত ছি‌লেন, রাজবাড়ী-১ আস‌নের এম‌পি কাজী কেরামত আলী, ম‌হিলা আস‌নের এম‌পি এ্যাড: খো‌দেজা নাস‌রিন আক্তার হো‌মেন, এম‌পি সালমা চৌধুরী রুমা, পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক ফজলুর রশিদ, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পু‌লিশ সুপার এমএম শা‌কিলুজ্জামান, জেলা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী প্রমূখ।

উ‌ল্লেখ্য, ২০১৯ সা‌লের জুলাই‌তে ৭৬ কো‌টি টাকা ব্যা‌য়ে ৫টি প্যা‌কে‌জে এ প্রক‌ল্পের কাজ শুরু হয়। যা এখনও চলামন। গত দুই সপ্তা‌হের ভাঙ‌নে প্রক‌ল্পের প্রায় আড়াইশ মিটার এলাকার‌ পি‌চিং ব্লক ধ‌সে গে‌ছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here