Wednesday, December 25, 2024

গোয়ালন্দ উপজেলা আ’লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী মোল্লাকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে পূর্বের একটি মারামারির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সে গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ডের দেওয়ানপাড়া মহল্লার মৃত আব্দুল মোল্লার ছেলে মোহাম্মদ আলী মোল্লা(৪৫)

থানা পুলিশ সূত্র জানায়, ২০২০ সালের ১৪ মার্চ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের জৈনক আ. মান্নান মোল্লার বসত বাড়িতে হামলা চালিয়ে আ. মান্নান মোল্লাকে মারপিট করে আহত করে। এ ঘটনায় ১৫ মার্চ আ. মান্নান মোল্লা গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেপ্তার পরোয়ানা জারি হওয়ায় মোহাম্মদ আলী মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, বিজ্ঞ আদালতে আদেশ বাস্তবায়ন করার পুলিশের অন্যতম প্রধান কাজ। এ পেক্ষিতে মোহাম্মদ আলী মোল্লাকে গ্রেপ্তার করে বুধবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here