- রাজবাড়ীর গোয়ালন্দে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে কচুরিপানার ডুবা থেকে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বৃহঃপ্রতিবার(২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ৯ টা পর্যন্ত ঢাকা খুলনা মহাসড়কের পাশে ডাইবেশন এলাকায় ওসি’র নেতৃত্বে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দীর্ঘ ২ঘন্টা শ্বাসরোর্ধকর যৌর্থ অভিযান চালিয়ে ডুবার কচুরিপানার নিচ থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃত মাদক কারবারি হলো ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন আজিদ মাতুব্বার পাড়ার মৃত মালেক সেখের ছেলে মো. কলম সেখ(৪০)
জানাগেছে, সকাল ৬ টা সময় গোয়ালন্দ ডাইবেশন এলাকায় পুলিশ চেকপোষ্ট বসে সে সময় ঢাকা খুলনা মহাসড়কের যানবাহন গুলো চেক করছে। এ সময় অটোরিকশায় করে মাদক কারবারি দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলো। অটোরিকশাটি যখন পুলিশ চেক পোষ্টের সামনে আসলে অটোরিকশাটির গতিরোধ করে পুলিশ । অটোরিকশায় থাকা মাদক কারবারি সে অটোরিকশায় থেকে লাফ দিয়ে নেমে দৌড় দিয়ে পাশা থাকা কচুরি পানার ডুবায় গিয়ে যাপ দেয় তখন তার আর খুজে পাওয়া যাচ্ছিলো না। এমতাস্থায় গোয়ালন্দ ঘাট থানার ওসির নেতৃত্বে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস নৌকা নিয়ে যৌর্থ অভিযান চালিয়ে দীর্ঘ ২ ঘন্টা পর কচুরিপানার ডুবা থেকে মাদক কারবারীকে জীবিত উদ্বার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে যাওয়া হয়। সে খানে পুলিশ পাহাড়ায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে সে এখন সুস্থ্য আছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, গোয়ালন্দ ঘাট থানাধীন আজকে ডাইবেশন এলাকায় আমাদের একটি পুলিশ চেকপোস্ট ছিলো। গোয়ালন্দ মোড় থেকে ঘাট গামী আসা একটি অটোতে একজন যাত্রী ছিলো সে পুলিশকে দুর থেকে দেখেই দ্রুত গতিতে অটো থেকে নেমে রাস্তা পার হয়ে পাশে একটি ডুবার মধ্য ঝাপ দিয়েছে । সেখানে যাপ দেওয়ার পর আমরা খুব দ্রুত সময়ের মধ্য ফায়ার সার্ভিসকে অবগতি করি স্থানীয় জনগনকে সাথে নিয়ে আমরা তাকে উদ্বার করে হাঁসপাতালে নিয়ে আসি সে এখন সুস্থ্য আছে। সে একজন মাদক ব্যবসায়ী সে স্বীকার করেছে করেছে এবং তার কাছে কিছু গাঁজা পাওয়া গেছে। মাদক বিক্রি কিছু টাকা পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী আমরা তার বিরুদ্বে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।