ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজবাড়ীর ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক রুমা নাসরিন(৪৩) এর মৃত্যু হয়েছে। ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টায় তিনি মারা যান শহরের বেড়াডাঙ্গা এলাকায় তার স্বামীর বাড়ী। স্বামী নাজমুল ,একটি ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে রেখে তিনি মারা গেছেন।
ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমান জানান, তিনি দীর্ঘদিন ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি।তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে । তার লাশ কলেজে আনা হবে। তার মৃত্যুতে কলেজ ও পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে । গভীর শোক প্রকাশ করেছে ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ।
নিহত রুমা নাসরিনের ভাই গাজী আহসান হাবীব জানান , ছেলের ভর্তি পরীক্ষার জন্য তার স্ত্রী কয়েকদিন আগে ঢাকায় গিয়েছিলেন।ঢাকায় থাকা অবস্থায় সে কিছুটা অসুস্থ্য বোধ করলে রাজবাড়ী চলে আসে। ধারনা করা হচ্ছে ঢাকা থেকেই সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। বাড়ীতে তার অবস্থার অবনতি হলে ঢাকার ঢাকার শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়।তিন দিন ভর্তি থাকার পর অবস্থা আরো খারাপ হতে থাকে ,লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ সকাল ৮ টার দিকে মারা যায়।