Thursday, December 26, 2024

গোয়ালন্দ থেকে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার, আসামী পলাতক

মোজাম্মেলহক, গোয়ালন্দ:  রাজবাড়ীর গোয়ালন্দে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. ইমরান মোল্লা (২৮) নামে মাদক কারবারি পালিয়ে যায়।

বুধবার (১১ মে) বিকেল পৌনে ৫টার দিকে গোয়ালন্দ পৌরসভার বিজয় বাবুর পাড়ায় অভিযান চালিয়ে আসামীর ঘর থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পলাতক আসামী মো. ইমরান মোল্লা বিজয় বাবুর পাড়ার পৌরসভার ৪নং ওয়ার্ডের মো. রজব আলী মোল্লার ছেলে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. শাহীনুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিজয় বাবুর পাড়ায় অভিযান পরিচালনা করে আসামীর চৌচালা টিনের বসত ঘরের বারান্দার ছোট রুম থেকে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী কৌশলে পালিয়ে যায়।

আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(খ) মামলা রুজু করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে
বিজয় বাবুর পাড়ায় অভিযান চালিয়ে আসামী ইমরান মোল্লার বাড়ি থেকে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আসামী ইমরান পলাতক আছে তাকে দ্রুত গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here