Wednesday, January 22, 2025

গ্রাম পুলিশের রহস্য মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

বালিয়াকান্দি প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চরআডকান্দি ভোট কেন্দ্র পাহাড়ায় থাকা গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে’র রহস্য জনক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকার সচতন নাগরিক বৃন্দ সহকর্মীরা।

সোমবার (২২জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে বালিয়াকান্দি উপজেলা আড়কান্দি সড়কের উপর এলাকার সচতন নাগরিক বৃন্দ সহকর্মীরা মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচিতে রতন কুমার দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন আলোক কুমার ঘোষ, সাংবাদিক সনজিৎ কুমার দাস, দেবাশীষ বিশ্বাস, কালাচাঁদ দে, হাসান বিশ্বাস, টিটু খাঁন, মোস্তফা মন্ডল,পলাশ মিয়া আরিফসহ গ্রাম পুলিশের সভাপতি উজ্জল খান।

এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে রনজিৎ হত্যার কারণ উদ্ঘাটন সহ হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, এ হত্যাকান্ডে বেশ কিছু ক্লু আমাদের হাতে এসেছে। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here