Wednesday, January 22, 2025

চীনে দৈনিক প্রায় ৩ হাজার ৪’শ লোক করোনায় আক্রান্ত

আন্তর্জাতিকঃ চীনে গত দুই বছরের মধ্যে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ রূপ নিয়েছে। দেশটিতে রোববার প্রায় ৩ হাজার ৪’শ লোক করোনায় আক্রান্ত হয়েছে। এ সংখ্যা একদিন আগের তুলনায় দ্বিগুণ। এ কারণে কর্তৃপক্ষ করোনার হটস্পট এলাকাগুলোতে লকডাউন জারি করতে বাধ্য হচ্ছে।

চীনের ১৯টি প্রদেশে করোনা ও ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি শহরে লকডাউন জারি এবং সাংহাইয়ে স্কুলসমূহ বন্ধ করে দেয়া হয়েছে।

চীনের উহানে ২০১৯ সালের শেষদিকে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। সে সময়ে কঠোর লকডাউন, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং গণপরীক্ষার মাধ্যমে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় দেশটি। কিন্তু অতিসংক্রামক ওমিক্রনের কারনে এসব পদক্ষেপে খুব একটা কাজে আসছে না।

গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে চীনে করোনা সংক্রমণ উর্ধ্বমুখী। কিন্তু ডিসেম্বরের তুলনায় করোনা সংক্রমণ প্রতিরোধী পদক্ষেপগুলো অতোটা জোরালো নয়। চীনের বৃহত্তম শহর সাংহাইয়ে কর্তৃপক্ষ স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল সমূহের ওপর সাময়িক লকডাউন জারি করেছে।

নগরীর হাসপাতালগুলোতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। তারা কোভিডের নেগেটিভ রিপোর্ট নেয়ার জন্য ভিড় করছে।

Bss.

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here