Wednesday, January 22, 2025

বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদিকদের সাথে মতবিনিময় সভা

  • “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি”-এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ক্ষেত্র সহকারী মো. রাওফুর মোরসালিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িক্ত) মোঃ আবদুল মান্নাফ, সহকারী মৎস্য অফিসার মো.রবিউল হকসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মতবিনিময় সভায় কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে ২৯ আগষ্ট উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, ৩০ আগষ্ট বহরপুর ইউনিয়নে প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, ৩১ আগষ্ট বহরপুর ও নারুয়া ইউনিয়নের বিভিন্ন মৎস্যচাষিদের মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, ১ সেপ্টেম্বর বালিয়াকান্দি সদর ইউনিয়নে মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা এবং মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২ সেপ্টেম্বর বহরপুর ইউনিয়ন পরিষদে মৎস্যচাষীর মাঝে দেশীয় প্রজাতির মাছচাষ বিষয়ক নিবিড় প্রশিক্ষণ প্রদান, ৩ সেপ্টেম্বর ৩জন সফল মৎস্যচাষি ও উদ্যোক্তার মাঝে সম্মাননা প্রদান ও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলা পর্যায়ে কর্মকর্তাগণের সাথে উপজেলা পর্যায়ে কর্মকর্তাগণের মতবিনিময় এবং জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here