Tuesday, January 14, 2025

জেলা প্রশাসনের অভিযানে অবৈধ বালু উত্তলন কারীকে দুই লক্ষ টাকা জরিমানা ড্রেজার ধ্বংস 

রাজবাড়ী জেলা প্রশাসনের অভিযানে অবৈধ বালু উত্তলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ১০১০ আইনে মোঃ তাজুল খানকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এ সময় ড্রেজার অকেজো করে বালু উত্তলন বন্ধ করা হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা’র নির্দেশনায় ৭ই অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১১ টা থেকে ৩ টা পর্যন্ত পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় পদ্মা নদীর রাজবাড়ী সদর অংশের উড়াকান্দা এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোঃ তাজুল খানকে জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন রাজবাড়ী সদর থানার এস আই শহিদুল ইসলামের নেতৃত্বে রাজবাড়ী সদর থানার পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব‍্যহত থাকবে বলেও জানানো হয় ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here