Friday, December 27, 2024

জেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে হততরিদ্রদের মাঝে ভ্যান প্রদান 

  • রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষে হততরিদ্রদের কর্মসৃজনের লক্ষ্যে ১০ টি পরিবারের মাঝে ১০ টি ভ্যান হস্তান্তর  করা হয়েছে ।

রাজবাড়ী অফিসার্স ক্লাবে ১লা  নভেম্বর (সোমবার) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহাবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভ্যান বিতরণ করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। এ সময় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমী মোঃ সায়েফ সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, মুজিববর্ষে রাজবাড়ী জেলায় পুনর্বাসিত ক-শ্রেণির ভূমিহীনদের মধ্য থেকে বেশিরভাগ উপকারভোগী নির্বাচন করা হয়। মুজিববর্ষে এ পর্যন্ত ৮৩ পরিবারের মাঝে প্রয়োজনীয়তা যাচাই করে একটি করে ভ্যান ও রিক্সা প্রদান করা হয়েছে এবং এ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন অগ্রগতি মনিটরিং করা হচ্ছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here