Friday, January 24, 2025

ঝিনাইদহে কাভার্ড ভ্যানের চাপায় যুবক নিহত

মোঃ আমিরুল হক : ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর কলার হাট এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় মিলন ব্যাপারি (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুর ছাত্তার নামে আরও একজন আহত হন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ-মাগুরা সড়কের এ দূর্ঘটনাটি ঘটে। মিলন ব্যাপারি ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে মিলন রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন। সেমসয় চুয়াডাঙ্গাগামী সিমেন্ট বোঝাই একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। আহত আব্দুর ছাত্তারকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মোঃ মিজানুর রহমান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here