Monday, January 27, 2025

গোয়ালন্দে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বিশেষ প্রতিনিধিঃ রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের রেলগেট নামক স্থানে ঔষধ কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে জয়দার মণ্ডল (১শত) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটের দিকে গোয়ালন্দ মহাসড়ক রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়দার মণ্ডল গোয়ালন্দ উপজেলার উজানচর ইউপির সিদাম দত্তপাড়া এলাকার ছোইজদ্দি মন্ডলের ছেলে।

জানা গেছে, দুপুরে বাড়ি থেকে ওষুধ কেনার কথা বলে বের হন জয়দার মন্ডল। তিনি রাস্তার অপরদিক দিয়ে রেল পার হচ্ছিলেন। এসময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা দৌলতদিয়া গামী বিকেলের শাটল ট্রেনটি অপর দিক থেকে আসছিল কিন্ত তিনি সে আওয়াজ শুনতে পাননি৷ এবং আশে পাশের দোকানে বসে থাকা লোকজন তাকে সতর্ক করার চেষ্টা করছিল। তার মেয়ের জামাই ও বাড়ির লোকজনের কাছ থেকে জানাায় তিনি কানে কম শুনতেন। কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশের এটিএসআই আবু আইয়ুব সঙ্গীয় ফোর্স কনস্টেবল মো. আব্দুল আলিম।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here