Wednesday, January 22, 2025

 ডিবি’র অভিযানে গাঁজা সহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা ডিবি’র অভিযানে আড়াই কেজি গাজা সহ সাহেব আলী(৩২)নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার সাহেব আলী জেলার কালুখালি উপজেলার জামালপুর গ্রামের বেলায়েত আলীর ছেলে ।
ডিবি’র ওসি প্রানবন্ধু জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ই জুন (শুক্রবার) বেলা ১২;৫৫টার দিকে ডিবি’র এস আই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ মেহেদী হাসান, সঙ্গীয় র্ফোস সহ রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন জামালপুর গ্রামস্থ জনৈক সাহেব আলী(৩২), পিতা-বেলায়েত আলী, এর বসত বাড়ীর উত্তর দোয়ারী চৌচালা টিনের ঘরের মাঝের রুমের ভেতর হইতে আসামী ১। সাহেব আলী(৩২),পিতা-বেলায়েত আলী, মাতা-হসিনা বেগম, সাং-জামালপুর, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ীকে, ০২ (দুই) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা (মূল্য অনুমান মোট- ৭৫,০০০/- টাকা) সহ গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here