রাজবাড়ী জার্নালঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৪.৫ (চার দশমিক পাঁচ) গ্রাম হেরোইন সহ মাদক কারবারি বিথি বেগম (৪৪) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বিথি বেগম গোয়ালন্দঘাট থানার নুর নবী’র মেয়ে ।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান খান। তিনি জানান, ৪ই জুলাই ৭টা ২০ মিনিটের দিকে রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মোঃ হাসানুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া সাকিনস্থ (পোড়াভিটা) রোজী (৫০), স্বামী-মোঃ আরিফ কাজী এর বাড়ীর সামনে বারান্দার উপর থেকে হেরোইন বিক্রয় কালে মাদক কারবারি বিথি বেগমকে ৪৫ (পয়তাল্লিশ) পুরিয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন এবং মাদক বিক্রির নগদ সর্বমোট ২,৩০০/-(দুই হাজার তিনশত) টাকা সহ আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। উদ্ধারকৃত হেরোইন এর ওজন ওজন ৪.৫ (চার দশমিক পাঁচ) গ্রাম, যার অবৈধ বাজার মূল্য অনুমান ১৩,৫০০/-(তেরো হাজার পাঁচশত) টাকা।
গ্রেপ্তার বিথি বেগমের বিরুদ্ধে পূর্বের আরো ২ টি মামলা রয়েছে বলেও জানান ওসি । এ ঘটনায় রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।