Tuesday, May 7, 2024

ডিবি’র অভিযানে ৩জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,

৯মে (মঙ্গলবার) ২১:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী এর নেতৃত্বে, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই শেখ রাজীব হোসেন, এএসআই মোঃ শফিকুল ইসলাম, এসআই মোঃ আশরাফ আলী, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন রুপপুর সাকিনস্থ জনৈক আহম্মদ শেখ @ জাম্বু (৩৬), পিতা-মৃত ওয়াহাব আলী শেখ এর বসত বাড়ীর পিছনে মেহগনি বাগানের ভিতর হইতে আসামী ১। মোঃ আহাম্মদ শেখ @ জাম্বু (৩৬), পিতা-মৃত ওয়াহাব আলী শেখ, মাতা-অজুফা বেগম, সাং-রূপপুর (আশ্রায়ন প্রকল্প, ওয়ার্ড-০২), ইউপি-শহিদ ওয়াহাবপুর, ২। মোঃ কাদের শেখ (৩৩), পিতা-মৃত শফিকুর রহমান, সাং-সাদিপুর, থানা-রাজবাড়ী সদর, ৩। মোঃ লিটন শেখ (৩৪), পিতা-মৃত আইনউদ্দিন শেখ, সাং-রুপপুর ২নং ওয়ার্ড, সর্ব থানা ও জেলা-রাজবাড়ীদেরকে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা, ২০,০০০/-(বিশ হাজার) টাকা সহ হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য সিডিএমএস যাচাই করিয়া দেখা যায় যে, ধৃত ১নং আসামী মোঃ আহাম্মদ শেখ @ জাম্বু এর বিরূদ্ধে ১। (5XPU) রাজবাড়ী সদর থানার এফআইআর নং-৫/১৪৬, তারিখ-০৩ জুন, ২০১০; জি আর নং-১৪৬, তারিখ-০৩ জুন, ২০১০; ধারা-৭/৯(৩) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩;২। (1TYQ6) রাজবাড়ী সদর থানার এফআইআর নং-৩, তারিখ-০১ নভেম্বর, ২০২২; জি আর নং-৫২৩, তারিখ-০১ নভেম্বর, ২০২২; ধারা-৩৬(১) সারণির ১০(ক)/২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৩। (2K4VG) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-৪৮/৪৭১, তারিখ-২৮ ডিসেম্বর, ২০১৬; জি আর নং-৪৭১, তারিখ-২৮ ডিসেম্বর, ২০১৬; ধারা-৯(১)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; এবং ধৃত ২নং আসামী মোঃ কাদের শেখ এর বিরুদ্ধে ১। (2K4VG) রাজবাড়ী সদর থানার এফআইআর নং-৪৮/৪৭১, তারিখ-২৮ ডিসেম্বর, ২০১৬; জি আর নং-৪৭১, তারিখ-২৮ ডিসেম্বর, ২০১৬; ধারা-৯(১)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; মামলাগুলি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এ সংক্রান্তে রাজবাড়ী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে আছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here