নিজস্ব প্রতিনিধি : বাংলাকে উৎসবের রূপ দিতে ৮ম বর্ষে পদার্পন করছে রাজবাড়ী একাডেমি। এ বছরও দুই দিনব্যাপী বাংলা উৎসবের বর্ণিল আয়োজন করেছেন।
এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় রাজবাড়ী শহরের বড়পুল মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি সাংস্কৃতিক কেন্দ্র (ঘরছাড়া)’য় সংবাদ সম্মেলন করেছেন।
রাজবাড়ী একাডেমির সহ-সভাপতি কমল সরকারের সভাপতিত্বে দুই দিনব্যাপী কর্মসূচি তুলে ধরেন সাধারণ সম্পাদক ডা. ইকবাল হোসেন। এসময় যুগ্ম সম্পাদক আহসান হাবীব হাসু, সাংগঠনিক সম্পাদক ফারুক উদ্দীন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নিলয় সাহা উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক ডা. ইকবাল হোসেন বলেন, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ২৭ ও ২৮ জানুয়ারী রাজবাড়ী একাডেমির আয়োজনে দুই দিনব্যাপী বাংলা উৎসবের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে প্রায় ১ হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি অংশ নেবেন খ্যাতনামা শিল্পী, সাহিত্যিকেরা। থাকবে বাংলা ভাষা ও সাহিত্য এবং বাংলা ব্যাকরণের উপর বিষয় ভিত্তিক প্রতিযোগিতা, ভাষা ও সাহিত্যের উপর একটি দৃষ্টিনন্দন প্রদর্শনী কেন্দ্র। এছাড়াও থাকবে আবৃত্তি, বাংলা উচ্চারণ, শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন এবং সাংস্কৃতিক সন্ধ্যা। এছাড়াও অনুষ্ঠিত হবে ভিন্ন ভিন্ন বিষয় ভিত্তিক সেশন।