Wednesday, January 22, 2025

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর কালুখালী উপজেলাযর মাঝবাড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রকিবুল ইসলাম রঞ্জু (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রকিবুল ইসলাম রঞ্জু কালুখালী উপজেলার চর কুলটিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। ২২শে সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৮টার দিকে উপজেলার মাঝবাড়ি ইউনিয়ন এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই মোঃ জহিরুল ইসলাম বলেন, তার ছোট ভাই রফিকুল ইসলাম কৃষি কাজ করতেন। সকালের দিকে জরুরি কাজে নিজেই মোটরসাইকেল চালিয়ে বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে জানতে পারেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তার ভাই গুরুতর আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে কালুখালী হাসপাতালে নিয়ে যান। দুপুরে তার মৃত্যু হয় ।

এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের বিষয়টি শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here