Thursday, April 3, 2025

দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনে পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা বাস্তবায়নের লক্ষ্যে দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন করেছেন রাজবাড়ী পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।

শনিবার (২৯ মার্চ) দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন করেন তিনি। দৌলতদিয়া এলাকার বিভিন্ন টিকিট কাউন্টার, ফেরিঘাট, ট্রাফিক ব্যস্থাপনা ও যাত্রীদের ঈদ যাত্রা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

এসময় বিভিন্ন বাস চালক ও যাত্রীদের সাথে কথা বলেন ও তাদের কথা শ্রবণ করেন ।

পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, যাত্রীদের স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করা এটি আমাদের দায়িত্ব। কোন প্রকার হয়রানি, চাঁদাবাজি ও ঈদ উপলক্ষে নির্দিষ্ট ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হলে জেলা পুলিশ রাজবাড়ীকে অবহিত করুন।”

এসময় জেলা পুলিশ রাজবাড়ীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here