মোজাম্মেলহক লালটু, গোয়ালন্দ : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ২০২২-২৩ অর্থ বছরের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় ৫৬৯ জন জেলেদের মধ্য ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।
বৃহপ্রতিবার ১৩ অক্টোবর সকাল ১১ টায় ইলিশ সম্পাদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মাঠ চত্তরে প্রত্যেক জেলে কে ২৫ কেজি করে ভিজিএফ চাউল দেওয়া হয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. জাকির হোসেন এর সভাপতিত্বে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. রহমান মন্ডলে সঞ্চলনায় জেলেদের ভিজিএফ চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য রাজবাড়ী ১ আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা মৎস্য কর্মকর্তা মো. মসিউর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহারিয়া জামান সাবু, জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি শেখ তোফাজ্জেল হোসেন তপু, উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি মো. ইউনুছ আলী মোল্লা, প্যানেল চেয়ারম্যান জামাল মোল্লা, ১ নং ওয়ার্ড সদস্য কাশেম আলী, ৭ নং ওয়ার্ড সদস্য গফুর খান, সংরক্ষিত মহিলা সদস্য চম্পা আক্তার, নুরজাহান বেগম প্রমুখ।