Friday, September 20, 2024

দৌলতদিয়ায় ধসে পড়া অ্যাপ্রোচ সড়ক ব্যাক্তি উদ্যোগে সংস্কার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ব্রীজের অ্যাপ্রোচ সড়কের দু পাশে বাঁশের পাইলিং ও বালুভর্তি বস্তা ফেলা হচ্ছে।

বৃহপ্রতিবার (২৯জুলাই) ভোর থেকে লেবারসহ গ্রামের লোকজন মিলে মিশে বালুভর্তি বস্তা ব্রীজের অ্যাপ্রোচ সড়কের দুপাশে ফেলছে।

স্থানীয়রা জানান, আমাদের ৫ গ্রামের মানুষের চলাচলে এক মাত্র ভরসা এই ব্রীজ টি। টানা দুদিনের ভারী বর্ষণের কারণে ব্রীজের দু পাশের অ্যাপ্রোচ সড়কটি ধসে পাঁচ গ্রামের মানুষের যোগাযোগ বিছিন্ন হয়ে যাওয়ার পথে। ঠিক সে সময় আমরা আমাদের ইউপি চেয়ারম্যানের নিকট গিয়ে কোন সাড়া না পেয়ে সবাই মিলে তোফাজ্জেল হোসেন( তপু) নিকট গেলে সে আমাদের কে অর্থ দিয়ে সহযোগীতা করে এবং নিজে উপস্থিত থেকে লেবার সহ ১৫০ শত বাঁশের পাইলিং ও ২ শত বালুভর্তি বস্তা সড়করে দু পাশে ফেলে মানুষের চলাচলের জন্য উপযোগী করে তুলছেন।

তোফাজ্জেল হোসেন তপু বলেন, দৌলতদিয়া ইউনিয়নের ৩নংওয়ার্ডের ব্রীজটি দু পাশের রাস্তাটি ভারী বর্ষণের কারনে ধসে পড়ে ৫ গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। সে সময় এলাকা লোকজন আমার কাছে আসলে আমি
এলাকার লোকজনকে সাথে নিয়ে দেড় শত বাঁশ ও দুই শত বালুভর্তি বস্তা নিয়ে রাস্তা দু পাশে ফেলে মানুষের চলাচলের উপযোগী করে দিয়েছি। আমার এ কাজ চলমান থাকবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here