Friday, December 27, 2024

দৌলতদিয়ায় পাড়ের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি

  • পদ্মা নদীতে তীব্র স্রোত কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া পাটুরিয়া নৌ পথে ফেরি চলাচল চরম ভাবে ব্যাহত হচ্ছে। এতে করে দৌলতদিয়া ঘাট এলাকায় সৃষ্টি হচ্ছে নদী পার হতে আসা যানবাহনের দীর্ঘ সারি।

জানাগেছে, পদ্মার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পদ্মায় তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। সে কারনে প্রতিটি ফেরির নদী পার হতে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুন সময় লাগছে এবং ফেরি টিপ সংখ্যাও কমে গেছে। এদিকে বাংলা বাজার শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়ছে প্রতিদিন। জনদুভোর্গ কমাতে যাত্রীবাহী যানবাহন ও কাচঁমাল ভর্তি ট্রাক গুলোকে অগ্রধিকারের ভিত্তিতে নদী পারাপার করছে ঘাট কৃতপক্ষ।

শুক্রবার সরেজমিনে দেখা গেছে, ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কে অন্তত ৪ কিলোমিটার জুরে অপচনশীল পন্যবাহী ট্রাকের সারি। ঘাট থেকে প্রায় ১২ কিলোমিটার অদুরে গোয়ালন্দ মোড় রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় ২ কিলোমিটার এলাকা জুরে অপচনশীল পন্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে ঘাটের উপর চাপ কমাতে। গোয়ালন্দ মোড় থেকে সিরিয়াল অনুযায়ী পর্যায়ক্রমে ঘাটের উদ্দেশে প্রতিটি ট্রাককে ছেড়ে দেওয়া হচ্ছে।

ট্রাক চালক মাসুদ মোল্লা বলেন, আমি বোয়ালমারী সালতার বাজার থেকে ট্রাক লোড করে রাত ১০ টা সময় গোয়ালন্দ মোড়ে এসে সিরিয়ালে আটকা পড়ি। গোয়ালন্দ মোড় থেকে আজ সকাল ১০ দিকে এসে আবার দৌলতদিয়া ঘাটে লম্বা সিরিয়ালে আটকা পড়িছি এখন বেলা ৩ টা বাজে এখনো ফেরির দেখা মেলেনি কখন ফেরি দেখা পাবো জানি না।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরী নৌ-পরিবহণ করপোরেশনের( বিআইডব্লিটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থার্পক( বাণিজ্য) মো. জামাল হোসেন বলেন,বাংলাবাজার শিমুলিয়া ফেরি ঘাট বন্ধ থাকায় এই ঘাটে যানবাহনের চাপ রয়েছে। তবে নদীতে তীব্র স্রোতের কারনে কিছুটা ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এই নৌরুটে ১৮ ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here