মোজাম্মেলহক, গোয়ালন্দ: শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সচেতনমুলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৭ এপ্রিল) বিকেল ৫ টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালে গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ স্বপ্ন কুমার মজুমদারের সভাপতিত্বে মাইনউদ্দিন চৌধুরী সঞ্চচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহ্উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মো. শাহা নেওয়াজ( রাজু), গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আ. রহমান মন্ডল, জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপিত মো. তোফাজ্জেল হোসেন তপু, ঘাট শাখার শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো. নুরাল মোল্লা, অটোরিকশা চালক সভাপতি মো. নাঈম মেল্লা প্রমুখ।
পরবর্তীতে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান ট্রাক ও পরিবহন শ্রমিকদের মাঝে ১২০০ ইফতারের প্যাকেট বিতরণ করেন।