Wednesday, January 1, 2025

দৌলতদিয়ায় পালিত হলো হানিফ সংকেত এর জন্মদিন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পালিত হলো ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র কর্ণধর হানিফ সংকেতের ৬৩ তম জম্মদিন।
শনিবার(২৩ অক্টোবর) রাত ৮ টার সময় দৌলতদিয়া সাইন বোর্ড নামক এলাকায় মাই সাউন্ড রের্কডিং স্টডিওতে জমকালো আয়োজনে মাধ্যমে কেক কেটে জম্মদিন পালন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জার্নাল অনলাইনের সম্পাদক ও জাতীয় দৈনিক খোলা কাগজ এর জেলা প্রতিনিধি  মো. কবির হোসেন, দৈনিক ইনকিলাবের সাংবািদক মোজাম্মেল হক,সংগীত শিল্পী মো. নুরুল হক মিলন, আনোয়ার সংক্ষেপ, মো. রিয়াজ, সজীব,রুবেল, মো. ইব্রাহিম, সাগর প্রমুখ।
এ সময় আনোয়ার সংক্ষেপ বলেন,আমি যাকে ভালবাসি, আমি যার ভক্ত দেড় যুগ ধরে যার ফলো করে আসছি তার আজ জম্মদিন। সামনে আমার গুরুর জম্মদিন সে কথা ভেবে গুরুর প্রতি সম্মান রেখে তার জ্ম্মদিন পালন করার সিদ্ধান্ত নেই।তারিই ধারাবাহিকতায় আজ ছোট্র আয়োজন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here