Wednesday, March 12, 2025

ধর্ষনের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ সারা দেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা,পাচার ও হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ী‌তে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১১ মার্চ (মঙ্গলবার) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সামাজিক প্রতিরোধ কমিটি ও উদীচী শিল্পীগোষ্ঠী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক এজাজ আহ‌মেদের সঞ্চালনায় ও সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া,রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি লায়লী নাহার, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলার সভাপতি আব্দুস সাত্তার মন্ডল,বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, রাজবাড়ী লেখক পাঠক সংঘের সভাপতি কবি নেহাল আহমেদ ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান নারীরা তার কর্মস্থল সহ ,রাস্তা ঘাটে অনিরাপদ । নারীরা এদেশে সকল উন্নয়নের সাথে জড়িত। এদেশে নারীদের নিরাপত্তা দিতে হবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত সম‌য়ে মধ্যে শাস্তি নি‌শ্চিত কর‌তে হ‌বে। সম্প্রতি মাগুড়ায় শিশুকে ধর্ষনের ঘটনা উল্লেখ করে বক্তারা আসামীর সর্বোচ্চ শাস্তি দাবী জানান। দেশে যেন আর কোন ধর্ষনের ঘটনা না ঘটে তাই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী রাখেন বক্তারা । ”

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here