Sunday, December 22, 2024

নিহত এসএসসি পরীক্ষার্থী সৌরভ’র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

উজ্জল হোসেন, পাংশা: গত ৫ মার্চ রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের পুকুরের পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থী সৌরভ’র মৃত্যুর ঘটনায় পাংশা উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

৬ মার্চ উপজেলা পরিষদের ইউএনও’র কার্যালয়ে নিতহের বাবা আফজাল শেখের কাছে এ আর্থিক সহযোগিতা তুলে দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, সৌরভের অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ২০,০০০ (বিশ হাজার) টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়ছে।

উল্লেখ্য, গত ৫ মার্চ মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপ‌জেলা প‌রিষ‌দের পুকুরে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী সৌরভ সাঁতার কেটে পুকুরের এ পাড় থেকে অন‍্য পাড়ে যাবার সময় মাঝ পুকুর পার হবার পর ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয় এবং জেলেদের সহায়তায় জাল টেনে তার মর‌দেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here