গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ার পদ্মা মেঘনার মোহনায় জেলের জালে ধরা পড়লো সাতাইশ কেজি ওজনের বাগাড় মাছ । মাছটি পদ্মা নদী থেকে পাবনার জেলেদের জালে ধরা পড়ে।
সকালে পল্টনে তোলা হলে উন্মুক্ত নিলামে মাছটি মাচ ব্যাবসায়ী শাজাহান শেখ ১ হাজার ২০০ টাকা কেজি দরে সাড়ে ৩২ হাজার টাকায় কিনেন। কেজি প্রতি ৫০ টাকায় লাভে বিক্রি করবেন বলে তিনি ফেরির পন্টুনের সঙ্গে বেধে রেখেছেন।
মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকালে বাঘাড় মাছ আব্দুল হালিমের আড়ত ঘরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ২০০ কেজি দরে আমি কিনে নেই। এ সময় মাছটির ওজন দিয়ে দেখি প্রায় ২৭ কেজির মতো। পরে সাড়ে ৩২ হাজার টাকা দিয়ে কিনে ফেরির পন্টুনের সঙ্গে বেধে রেখেছি।
উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মোহাম্মদ শাহরিয়ার জামান বলেন, ‘শুধু বাঘাড় মাছই না, নির্দিষ্ট সময় পর্যন্ত ছোট যে কোন ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আছে। বড় বাঘাড় মাছ ধরা বা খাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বারণ নেই। বাঘাড় মাছ শিকারে নিষেধাজ্ঞা বা খাওয়ার ক্ষেত্রে বারণ রয়েছে, এমন কোনো নির্দেশনাও আমাদের কাছে নাই।