Tuesday, December 24, 2024

পদ্মায় জেলের জালে বিশাল এক পাঙ্গাশ মাছ

মোজাম্মেলহক, গোয়ালন্দ: পদ্মায় জেলের জালে ধরা পড়লো বিশাল এক পাঙ্গাশ মাছ। মাছটির ওজন ১৬ কেজি। মাছটি বিক্রি হয়েছে ২০ হাজার ৮ শত টাকায়।

শনিবার ১৮ জুন দুপুরে পদ্মা নদীতে জাল ফেলে মাছটি ধরে জেলে গোপাল হলদার। মাছটি ৬ নং ফেরি ঘাটে কেসমত মোল্লার অস্থায়ী মৎস্য আড়ৎ নিয়ে আসলে উন্মমুক্ত ডাকের মাধ্যমে ফেরি ঘাটে চাঁদনী আরিফা মৎস্য আড়ৎতের মালিক মো. চান্দু মোল্লা ১২ শত ৫০ টাকা কেজি দরে মোট ২০ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেয়। সে সময় মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতারা ভির জমায়।

পরে মাছটি ১৩ শত টাকা কেজি দরে মোট ২০ হাজার ৮০০ শত টাকায় ঢাকার এক ব্যবসায়ীর নিকট বিক্রি করেন।
গোয়ালন্দ উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকতা মো. টিপু সুলতান মুঠো ফোনে বলেন, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বড় বড় মাছ গুলো নদীতে থাকা সেওলি খাওয়ার জন্য নদীর উজানে দিকে যেতে থাকে সে সময় বেড় জাল বা ফ্যাশন জালে ধরা পড়ে। বড় মাছ গুলো খেতে খুবি সুস্বাদু।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here