রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাটের অদুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল একটি বাঘাইড় মাছ যার ওজন ১৭ কেজি । মাছটি বিক্রি হয়েছে ২০ হাজার ৪০০ টাকায়।
জানাগেছে, বৃহপ্রতিবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার জেলে বাবু চালাক হলদার পদ্মা নদীতে জাল ফেলে জালটি নদীর স্রোতের ভাটিয়ে কলা বাগান এলাকায় গেলে তখন জালগুলো টেনে উঠালে তার জালে ধরা পড়ে বিশালকৃতির একটি বাঘাইড় মাছ। মাছটি বিক্রি জন্য দৌলতদিয়া বাজারে হালিম খার আড়ৎতে নিয়ে আসলে। স্থানীয় মৎস্য ব্যাবসায়ী শাজাহান ১ হাজার ১’ শ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৭০০’ শ টাকা দিয়ে মাছ টি কিনে নেয়। সে সময় বিশাল মাছটি দেখতে উৎসক জনতারা ভির জমায়। পরে সম্রাট শাজাহান ১ হাজার ২ ‘ শ টাকা কেজি দরে মোট ২০ হাজার ৪০০’ শ টাকায় ঢাকার এক ব্যাবসায়ীর নিকট মাছটি বিক্রি করেন। গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, পদ্মায় আজকাল নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়েছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি। আমরা চেষ্টা করছি এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদের রক্ষা করা। যেন তারা নদীতে বংশ বিস্তার করে মাছের উৎপাদন বাড়াতে পারে।