Monday, January 27, 2025

পদ্মায় নদীতে ২২ দিন জন্য ইলিশ ধরা নিষিদ্ধ-নদী তীরে বেকার পরে আছে নৌকা

  • দেশের নদী গুলোতে ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সু ব্যবস্তার জন্য ৪ অক্টোবর থেকে আগামী২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন পদ্মা নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার।

২২ দিনের এই নিষেধাজ্ঞায় মাছ ধরা, বিক্রি করা, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকবে । এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছে মৎস্য অফিস।

ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় একটানা ২২ দিন গোয়ালন্দের রাখালগাছি থেকে চর ছেলিমপুর পর্যন্ত ৩০ কিলোমিটার নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। তবে মৌসুমী জেলেরা নদীতে ইলিশ মাছ ধরার জন্য তাদের নৌকা ও ডাবল সেট জাল প্রস্তুত রেখেছে বলে জানাগেছে।নদীতে ইলিশ ধরা বন্ধ থাকার সময় উপজেলার তালিকা ভুক্ত ১৬২৭ জন জেলেকে ২০ কেজি করে চাউল দেওয়া হবে।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান , মা ইলিশ রক্ষায় প্রচার প্রচারণা, মাইকিং, জেলেদের নিয়ে সচেতনতা মূলক সমাবেশ করে সচেতন করছি। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল জরিমানা করা হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here