Thursday, December 26, 2024

পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে ভিজিএফ’র চাল পেলেন ১হাজার ৫শত ৬৪ পরিবার

উজ্জল হোসেন, পাংশা(রাজবাড়ী) : ২০২২-২০২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসুচীর আওতায় সারা দেশের ন্যায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পাংশার ১নং বাহাদুরপুর ইউনিয়নে ১০(কেজি) হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য (চাল) পেলেন ১হাজার ৫শত ৬৪ পরিবার। উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে শুক্রবার (৮জুলাই) সকাল ১০টায় ইউপি পরিষদ চত্বরে দিনব্যাপী এ চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান সজিব হোসেন, ট্যাগ অফিসার অঞ্জলী রানী, ৮নং ইউপি সদস্য জামরুল ইসলাম, ৬নং ইউপি সদস্য ওয়াজেদ আলী (ডাবলু), ৫নং ইউপি সদস্য রুহুল আমিন প্রমুখ উপস্থিত থেকে এসব চাল সুষ্ট ভাবে বিতরণ করেন।
পবিত্র ঈদ-উল- আযহার দু’দিন আগে বিনামুল্যে এসব চাল পেয়ে হত-দরিদ্র পরিবারগুলোর মাঝে তৃপ্তির হাসি দেখা গেছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here