Friday, November 22, 2024

পাংশায় তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জড়িমানা

উজ্জল হোসেন, পাংশা (রাজবাড়ী) : খাদ্যের মান নিশ্চিতকরণে রাজবাড়ীর পাংশা উপজেলার পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ বিএসটিআই।

এসময় খাদ্যের মান নিশ্চিত করণে পাংশা পৌর এলাকার পুরাতন বাজারের একটি বিস্কুট ফ্যাক্টরির মালিককে ১০ হাজার টাকা, একই এলাকার পিপাসা আইসক্রিম কারখানার মালিক আবু দাউদ কে ১৫ হাজার টাকা ও রেল স্টেশন বাজারের চন্দনা সুইটস এর মালিক কে ৫ হাজার টাকা সহ তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জড়িমানা করেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন। এসময় বিএসটিআইয়ের ইন্সপেক্টর আব্দুল মতিন ও পাংশা মডেল থানার সাব ইন্সপেক্টর মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বলেন, এটা নিয়মিত অভিযানের অংশ। জনসার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here