Wednesday, January 22, 2025

পাংশায় নৌকার প্রার্থীর পক্ষে মুক্তিযোদ্ধাদের ভোট প্রার্থনা

উজ্জল হোসেন, পাংশা (প্রতিনিধি) : রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নৌকার প্রার্থীর পক্ষে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজবাড়ী -২ আসনে বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এর পক্ষে ভোট প্রার্থনা করেন।

শনিবার(৩০ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অটোরিকশায় চড়ে শোডাউন করে নৌকার পক্ষে ভোট চান। নৌকার বিজয়ের লক্ষ্যে অত্র ইউনিয়নের নির্বাচনী মাঠে প্রচারণায় নেমেছে উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড। তারা বেশ কিছুদিন ধরে নৌকার প্রার্থী জিল্লুল হাকিম এর পক্ষে ভোট প্রার্থনা করেন।

এসময় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের কাছে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরেন। সেই সঙ্গে নৌকায় ভোট দেয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান। বাহাদুরপুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার এর নেতৃত্বে ভোট প্রার্থনা কালে উপস্থিত ছিলেন – বীর মুক্তিযোদ্ধা মো. মতিয়র রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল গণি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ শেখ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজী ইউসুপ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজী নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মেম্বার, বীর মুক্তিযোদ্ধা রস্তম( প্রা), বীর মুক্তিযোদ্ধা মুন্সি আ.সাত্তার। এবং মৃত্যু পরিবারবর্গের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মাস্টার এর মেয়ে মুসলিমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শেখ এর মেয়ে সালমা, বীর মুক্তিযোদ্ধা হাসেন শেখ এর ছেলে আচাই শেখ, বীর মুক্তিযোদ্ধা ইন্তাজ আলীর ছেলে স্বপন, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন এর ছেলে রাজীব, বীর মুক্তিযোদ্ধা রজব এর ছেলে সাইফুল্লাহ ও বীর মুক্তিযোদ্ধা খবিরুদ্দিন এর ছেলে আলম এবং অত্র ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ। ‘

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here