Sunday, December 22, 2024

পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া অনুষ্ঠিত

উজ্জল হোসেন, পাংশা : “দুর্যোগে আগাম সতর্কবার্তা সবার জন্য কার্যব্যবস্থা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন( দুর্যোগ ব্যবস্থাপনা শাখার) আয়োজনে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যলী বের হয়।

র‍্যালী শেষে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে ও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শ্যামলা কুমার বিশ্বাস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান (ওদুদ), পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া খাতুন প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-সহকারী প্রকৌশলী হেকমত আলী, সহকারী জনস্বার্থ প্রকৌশলী নাসির উদ্দিন মোল্লা, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুন, সমাজসেবা কর্মকর্তা রবিউল আলম, মো. উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রয়েল আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এ সময় উপজেলার ফায়ার সার্ভিস কর্মিরা দুর্যোগ মোকাবেলায় মহড়ায় বিভিন্ন প্রস্তুতির কৌশল অবলম্বন করে দেখান।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here