Wednesday, December 25, 2024

পাংশায় ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে ১ জন নিহত

উজ্জল হোসেন, পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় শনিবার (৩০ এপ্রিল) ট্রাক-কার মুখোমুখি সংঘর্ষে মাহাবুবুর রহমান (৩৬) নামে এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬:৩০ এর দিকে উপজেলার বাবুপাড়া ইউপির রাজবাড়ী-কুষ্টিয়া মহা সড়কের আমতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মাহাবুবুর রহমান শিরাজগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া এলাকার আবুল কালামের ছেলে।

পাংশা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীদের সুত্রে জানা যায়, কুষ্টিয়াগামী তরমুজবাহী (ঢাকা মেট্রো ট- ২২-৩৪ ৪৩) ট্রাকটি মহাসড়কের (পাংশা আমতলা) রাস্তার বাঁক অতিক্রমকালে রাজবাড়ী মুখি (ঢাকা মেট্রো গ- ২৬- ৭৯ ৫৩) প্রাইভেট কারটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তার দুপাশে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই প্রাইভেট কার চালকের মৃত্যু হয়।

ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সংবাদ পেয়ে পাংশা মডেল থানা ও পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ হাইওয়ে থানা পুলিশ নিজ হেফাজতে নিয়েছেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here