Friday, December 27, 2024

পাংশায় ট্রাক-সিএনজি সংঘর্ষ একই পরিবারে ৪ জন সহ মোট ৫ জন আহত

উজ্জল হোসেন, পাংশা( রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কের ফুলতলায় শনিবার (৩০ এপ্রিল) দুপুরে ট্রাক সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৪ জন সহ আহত হয়েছেন ৫ জন।

আহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর আলফার মোড় এলাকার ওজিউল্লার ছেলে সাগর (৪৫), সাগরের স্ত্রী তাহমিনা ইসলাম সিমু, কণ্যা সিন্থিয়া (১৭) ও ছেলে রাজ (১৮) এবং সিএনজি চালক পাংশা সরিষা ইউপির আন্দুলিয়া এলাকার উজ্জ্বল (৩৫)।

জানা গেছে, কুষ্টিয়া থেকে পাংশার উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজি ফুলতলা পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সিএনজিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজিতে থাকা ৫ জন আহত হয়। আহতদের স্থানীয়দের সহায়তায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসাক ডাঃ নাদিয়া নওশীন বলেন, আহত সাগর, সিন্থিয়া ও উজ্জলের অবস্থা আশংখাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here