Sunday, December 22, 2024

পাংশায় যুবলীগের বহিষ্কৃত নেতা ও কাউন্সিলর গ্রেফতার

উজ্জল হোসেন, পাংশা(রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজি মামলায় যুবলীগের বহিষ্কৃত আহ্বায়ক ও গত বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পাংশা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ফজলুল হক ফরহাদ(৪০) ও পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো: তাজুল ইসলাম(৩৫) কে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে পাংশা পৌরসভা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, উক্ত আসামীদের বিরুদ্ধে গতকাল (১২ এপ্রিল) দুই লক্ষ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেয়ায় পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জালাল উদ্দিন বিশ্বাস। মামলার প্রেক্ষিতে গতকাল রাতেই থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাংশা পৌরসভা এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here